ওরে নির্বোধ.....
সামলাও.... সামলাও....  তোর ঐ
আত্ম বিনাশী ক্রোধ ।
ভূলেও কভু করতে যাসনে রে তুই
সত‍্যের কন্ঠরোধ ।
ইতিপূর্বে প্রকৃতি তোর পূর্বসূরিদের
নিয়েছে চরম প্রতিশোধ ।
জানোনা ? যারা সত‍্যবাদী তারা যে
নির্বিবাদী তারাই সমাজ সুরক্ষাকারী
সুবোধ ।
তুই এক সত‍্যেের করলেই কন্ঠরোধ,
গর্জে উঠে গড়ে তুলবে যে হাজারও
বেসামাল প্রতিরোধ !
ওরে নির্বোধ... তাদের তো খোদাও
মদদ করে খোদ !
সব অবিচার অন‍্যায় অনাচার বন্ধকর
স্ব-আসনে থাকতে সমাসীন ফেরাও
তোর বিবেক বোধ ।

রচনাকালঃ- সকাল ৭.৪২টা, বুধবার, ২৬ মাঘ ১৪২৮, ৯ ফেব্রুয়ারি ২০২২, মিরপুর, ঢাকা ।