এ জামানার মানুষগুলো বড্ড বোকা
সবকিছতেই খুঁজে চকচকা-ফকফকা
নিজেকে তাই সবাই অনেক চালাক  
ভেবে শেষে খায় সদা জব্বর ধোকা ।


তার গুন না দেখেই হয় রূপে পাগল
সস্তার মাল বস্তা পুড়ে বাজায় বগল
পরে করে হায় হায় প্রজ্ঞা বিনে সবে
আধুনিকতার আড়ালে যে রাম ছাগল ।


বুঝতে চায়না কিসে লাভ কিসে ক্ষতি
ভাবেও না কোন কর্মে কোন পরিণতি
আপাত লাভালাভ দেখেই দেয় ঝাপ
পরিশেষে পোহায় জীবনভরই দূর্গতি ।  


দুকলম পড়েই ভাবে সে যে সবজান্তা
অথচ পাঠ্য বই ছাড়া সবেতে অজান্তা
গোটা বিশ্ব ভরে গেছে এদের বিস্তারে
মণ্ডু থাকতেও নেই সঠিক ভাবনাচিন্তা  ।