সংসার করছো মনা সং সা র
তোর সংসার করাই হবে সার
নারী পুরুষে মিলে করলেই
বিয়ে সংসার হয়ে যায় সবার ?


সংসার মানে দুজনে দুজনার
দুটি মন মিলেমিশে একাকার
পরস্পরের প্রতি প্রেমপ্রীতি ও
শ্রদ্ধা ভক্তি চাই যথার্থ থাকার ।


ধর্ম চেতনায় বিশ্বাস নাই যার
নরক দেখার বাকি নেই তার
নিত্যদিন সেই সংসারে থাকে
পরস্পরের জুলুম অত্যাচার ।


শতভাগ বিশ্বাস পরস্পর যার
সংসারে রহমত থাকে স্রস্টার
ধনে জনে সুখ সাচ্ছন্দ্যে ভরে
রয় সদা থাকেনা যে হাহাকার ।


তাও যদি মনা করবেই সংসার
দেহ মনে পবিত্রতা খুব দরকার
কলুষিত আত্মার ঐ সংসারটা
সংসার না যেন ময়লার ভাগার !


সাধ্য নাই থাকে পবিত্র থাকার
তবে করিস না মনা ঘর সংসার
দরকার কি প্রেম ভালোবাসার
নামে অপরের সর্বনাশ করার ?


রচনাকালঃ- রাত ১১:২১টা, শনিবার, ১৫ পৌষ ১৪৩০, ৩০ ডিসেম্বর ২০২৪, মিরপুর,  ঢাকা ।