পাগলা গারদ দেখতে গিয়ে ভোলা
বনে গেল যেন রাম ছাগল ।
পাগলরা তাকে দেখেই বলে উঠল
ঐ দ‍্যাখ পাগল এলো রে পাগল !
ভোলার মাথা হলো ঘোলা হারালো
সে তার আত্মবিশ্বাস ।
সত‍্যি সে পাগল কিনা অস্থিরচিত্তে
ভেবে তার জীবন নাভিস্বাস ।
নিজের প্রতি বিশ্বাস হারিয়ে হবার
যা হলোও ঠিক তাই ।
পাগল ডাক শুনার পর থেকে তার
যে আর নাওয়া খাওয়াই নাই !
ক্রমে ক্রমে নিজের প্রতিই বিশ্বাস  
তার যেতে লাগল কমে ।
যা ছিল আগের উৎসাহ উদ্দীপনা
উদ‍্যোম সবি গেল দমে ।
স্হান-কাল-পাত্র বিবেচ‍্যবিনা হলে
যার তার কথায় প্রভাবিত ।
আত্মবিশ্বাস হারিয়ে জীবনে সে যে
হবেই পরাজিত ।


রচনাকালঃ- রাত ১১:৫২টা, শনিবার, ১৯ ভাদ্র ১৪২৯,
৩ সেপ্টেম্বর ২০২২, মিরপুর, ঢাকা ।