ছোট্ট সোনার দেশটিতে ভাই তিল ধারণের ঠাই
নাই চলছে মানুষের হাহাকার, নাই সুসমাচার ।
খবরের ডালি মেলে ধরলেই সর্বদাই শুনি শুধুই
রক্ষকেরা ভক্ষক বনে দেশ লুটে করছে পাচার ।


সোচ্চার হও সবে সোচ্চার উপায় নাইরে বাঁচার ।


ওরা তো শুধু দেশ লুটে না ছুটে বেড়ায় পাগলা
ঘোড়ায় উর্দ্ধশ্বাসে মহাত্রাসে চালায় অত‍্যাচার ।
ওরা চেঙ্গিস খানের উত্তরসূরী দেখায় যে সে-ই
বাহাদুরি কোন কিছুতেই ওদের নেই সুবিচার ।


সোচ্চার হও সবে সোচ্চার উপায় নাইরে বাঁচার ।


গনতন্ত্র তো চোরের মন্ত্র, দেখো না তার কৌশল
খাটিয়ে পুরো দেশটা যে বানিয়েছে বাপ চাচার !
চলে জুলুম নির্যাতন শোষন, তেমনি উদর পিণ্ডি
বুধোর ঘাড়ে চাপিয়ে করে সারাৎসার মিথ‍্যাচার ।


সোচ্চার হও সবে সোচ্চার উপায় নাইরে বাঁচার ।


এদেশটা নয় কারো বাপ দাদার এদেশ তোমার
আমার তাই যেথা দেখ অন‍্যায় কর বিরুদ্ধাচার ।
ঐ খবিশদের কাছে না নুইয়ে শির হও প্রজন্মের
কাছে বীর নয়তো তোমাকেও বলবে দুরাচার ।


সোচ্চার হও সবে সোচ্চার উপায় নাইরে বাঁচার ।


রচনাকালঃ- রাত ১১:৫৭টা, বৃহস্পতিবার, ৩০ চৈত্র ১৪২৯, ১৩ এপ্রিল ২০২৩, মিরপুর, ঢাকা ।