ভরা পূর্ণিমায় দেখতে হেমন্তের আকাশ
বিষন্ন এই মনটা চায় যে ছুটির অবকাশ ।
কাকচক্ষুর শান্ত নদী আর সাদা কাশবন
আমার চঞ্চল চিত্তের যে ভীষণ আকর্ষণ ।
কুহেলিকা পূর্ণ গোধূলী বেলা দেয় দোলা
অপূর্ব এরূপ দৃশ্য দেখে হই আত্মভোলা ।
হেমন্তের বৈকালী মৃদুমন্দ হিমেল হাওয়া
উদাসী মনে জাগে কতনা চাওয়া পাওয়া ।
মোঁ মোঁ গন্ধে ব্যকুল করে সোনালী ধান
প্রকৃতির এ পসরায় মাতোয়ারা মম প্রাণ ।
পড়ন্ত বেলাতে আখ ক্ষেতের ধারে ধারে
তার সুমিষ্ট ঘ্রাণ মন প্রাণ সব নেয় কাড়ে ।
এই হেমন্তে যদি খুঁজে পেতাম হৈমন্তিকে
তবে এতো সুখ কে দিত উদাসী কবিকে ?
ষড়ঋতুর মাঝে সেরা মায়া ছড়ায় হেমন্ত
বখিল সেই দিল এদিনও যে থাকে ঘুমন্ত ।


রচনাকালঃ- রাত ১১:১৪টা, শনিবার, ৫ কার্তিক ১৪৩০, ২১ অক্টোবর ২০২৩, মিরপুর, ঢাকা ।