মোদের বাঙালি জাতিকে নিয়ে কারো
অভিযোগ অনুযোগের নেই শেষ ।
আসলেও হেথা সুষ্ঠু সুন্দরভাবে তেমন  
কোন বেঁচে থাকারও নেই পরিবেশ ।
এমনই হ য ব র ল পরিবেশে কেউবা
আবার লুটে নিচ্ছে ফায়দা ।
কেউ আবার ঘোলা জলে করছে মাছ
শিকারের যত অভিনব কায়দা ।
কেউবা স্বজাতিকে নিয়ে ব‍্যঙ্গ বিদ্রুপ
গালাগালে ভালো মানুষ সেজে ক্ষান্ত ।
কিন্তু কেউই জাতিটার প্রকৃত উন্নয়ন
সাধনে প্রয়াসও চালায় না প্রাণান্ত ।
না পাঠ‍্য সূচিতে, না ধর্মশালায় কথাও
জাতিকে সভ‍্য করার নেই আয়োজন ।
সবাই বরং জাতিটাকে ঠকিয়ে মিটাচ্ছে
তাদের দৈনন্দিন প্রয়োজন  ।
সবার নাম বাদই দিলাম শিক্ষাদীক্ষায়
জাতিকে যারা গড়ার কর্মে নিয়োজিত।
সভ‍্যতা ধ্বংসের নানা অনৈতিক অশ্লীল
কুকর্ম তাদের দ্বারাই হয় আয়োজিত ।
তারা শুধু দুর্নীতিগ্রস্থই নয় ষড়যন্ত্র করে
জাতিকে মুর্খ করে রাখছে চিরতরে ।
এই জাতি যেন চিরকাল তাদের সন্তান
সন্ততিদেরও গোলামী করেই মরে ।
কাজেই এই জাতিটি সুহৃদ পথপ্রর্দশক
পায়নি বলে চলছে যে যার মতো ।
অব‍্যাহত ষড়যন্ত্র চক্রান্ত আর উদাসীন
চলায় হয়েছি হ য ব র ল তে পরিণত ।


রচনাকালঃ- রাত ১১:৫৩টা, শুক্রবার, ৭ শ্রাবণ ১৪২৯,
২৩ জুলাই ২০২২, ঠাকুরগাঁও হতে বাসযোগে ঢাকা ফেরার পথে ।