আজ আমার মন ভারি বিষন্ন আঁখি করে ছলছল
চোখ দুটো ফেটে বেরিয়ে পড়ে শুধুই নোনা জল
ওরে তোরা আর কেন তাকিয়ে তাকিয়ে তামাশা
দেখছিস সবাই, বল রে আমায় বল ?


তোদের দিল কি পাষাণ নাকি মস্তিষ্কটাই বিকৃত
নাকি মানুষ রূপী ফানুস তোরা অভিশপ্ত ধিকৃত
অধিকৃত গাজায় কঠিন সাজা দিচ্ছে আমার ভাই
বোনকে, নরপশুরা যারা খুনি বলে বিশ্ব স্বীকৃত !


ওদের পণ্য কিনে আজও তোরা হচ্ছো সবে ধন্য
এত্ত কিছুর পরেও ওদের কর না শত্রু বলে গন্য
তোরাই কি নেপথ্যে রসদ যোগাও তবে ওদের
অতো রক্তের বন্যা বইয়ে দেয়ার জন্য ?


সবার বোধবুদ্ধির উদয় হোক ধ্বংস হবার আগে
ঐ ফিলিস্তিনের প্রতি একটু যেন কষ্ট মনে লাগে
নয়তো মানুষ হিসেবে স্বীকৃতিটা তোরা কিভাবে  
আর পাবে, যদি সেই বিবেকটাই না জাগে ?


রচনাকালঃ- রাত ১১:১৩টা, সোমবার,  ১১ চৈত্র ১৪৩০,
২৫ মার্চ ২০২৪, মিরপুর, ঢাকা ।