জাতির সাথে বেঈমানী
যারাই করেছে দুনিয়ায় ।
সবাই হয়েছে অভিশপ্ত
মরেছেও তারা দূর্দশায় ।
ইতিহাসের পাতা ভরে
থাকলেও সেই কাহিনী ।
জাতির সাথে বেঈমানী
করে তবু মূর্খের বাহিনী ।
ভয়ানক পরিণাম ভূলে
মত্ত যারাই বেঈমানীতে ।
কেন চায় এরা নরকের
স্বাদটা নিতে দুনিয়াতে !
শাসক শোষকের সাথে
কতেক বুদ্ধিজীবীর দল ।
সাহিত্য ইতিহাসে পড়ে
থাকলেও কত বেআক্কল !
মূর্খদের কথা নাই বলি
এরাই কেমন বুদ্ধিজীবী ?
জাতির সাথে বেঈমানী
করতে তুলে নানা দাবী !
জীবন জীবিকার আছে
ভাই হাজার রকম পথ ।
জাতির সাথে বেঈমানী
না করার লও দৃঢ় শপথ ।
নয়তো সেই অভিশাপে
যেমনি হয় সেও ধ্বংস ।
পরম্পরায় সেই পাপের
প্রায়শ্চিত্ত করে ওর বংশ ।