এর নাকি এই দোষ
ওর নাকি ওই দোষ
এর ওর এতো দোষ দেখে
কেন গো করি ফোঁস ফোঁস ?
কে ধোয়া তুলসী পাতা ?
কার শুন‍্য পাপের খাতা ?
তবু কেন যত দোষ নন্দ ঘোষ ?
নিজের দোষ চেপে রেখে
যারা পরের দোষটা দেখে
তাদের জন‍্য প্রভু দয়াময়
আহা করে যে কত আফসোস !
কারো দোষ দেখে দেখে
কি হবে গো হয়ে বাকরুদ্ধ ?
নিজে যে কত দোষী
ঠিকই জানে পড়শি
তবু হয়েছি কি একটুও শুদ্ধ ?
দেখে লাভ নেই কারো দোষ
ক্ষতি হবে করলে ফোঁস ফোঁস ।
নিজের দোষ ধরবো যত
সার্বিক উন্নতিও হবে তত
প্রভুও তাতে থাকবে সন্তোষ ।
অত না ধরি অন‍্যের ভুলভ্রান্তি ।
পারলে দোষ শুধরে দেবো
কিংবা তা হতে শিক্ষা নেবো
চাইলে সত‍্যিকারের সুখ শান্তি ।


রচনাকালঃ- বিকাল ৫:১১টা, বৃহস্পতিবার, ৩০ আষাঢ় ১৪২৯, ১৪ জুলাই ২০২২, মিরপুর, ঢাকা ।