যুদ্ধ কোন খেলা নয় যে দর্শক সেজে
পক্ষে বিপক্ষে চাইবো হার জিত ।
এটা শুধু সমাজ সভ‍্যতা বিধ্বংসী যা
এক্ষুনি মোদের বন্ধ করা উচিত ।
এখনকার যুদ্ধের উদ্দেশ্যই হলো যে
পুঁজিবাদীর একচেটিয়া বাণিজ্য ।
যেসব নিষ্ঠুর বেনিয়াদের কাছে নয়
বিবেচ‍্য তা ন‍্যায‍্য না অন‍্যায‍্য !
যারা কি না বিলাস বৈভবেরই রসদ
যোগাতে যুদ্ধ বাঁধিয়ে বেচে অস্ত্র ।
ওদের বুক কাঁপেনা এত দেশ জাতি
ধ্বংস করে রাখতে ভুখানাঙ্গা বিবস্ত্র ।
যুদ্ধ আবার কারো গদি রক্ষা কিংবা
গদিতে বসার সুক্ষ্ম এক কৌশল ।
যুদ্ধ নিয়ে এমন নোংরা খেলা খেলে
ওরা কত তুলবে সাফল‍্যের ফসল ?
আমরা কি শুধু ওদের খেলার পুতুল
হয়ে যানমাল হারাবো সবাই ?
বিশ্বে যুদ্ধ বন্ধে একাত্ম হয়ে আসুন
সবাই বলি যুদ্ধ চাইনা শান্তি চাই ।
দাবী হোক শুধু একটাই- শান্তি চাই
শান্তির জন‍্য যা করার তাই করি ।
আর নয়তো ঐ যুদ্ধের শখ মিটাতে
একযোগে সবাই যুদ্ধ করে মরি ।


রচনাকালঃ- রাত ১১:৫৬টা, বৃহস্পতিবার, ১২ মাঘ ১৪২৯, ২৫ জানুয়ারি ২০২৩, মিরপুর, ঢাকা ।