ওয়েস্টার্ন ঢঙ্গে মেয়েটি সেঁটে  
বসেছে ছেলেটির বাইকে ।
যেন যৌনতার লালসা লাগায়
আমজনতাদের সব্বাইকে ।
আরে কি করবে কর না গিয়ে
তোর বদ্ধ ঘরের ভিতর......  
দুনিয়াটা চষে বেড়াচ্ছ কেন রে,  
মানুষ হয়েও সেজে ইতর ?
বারবনিতার মত অত কেনই
বা ছড়াচ্ছ যৌনতার উত্তাপ ?
তোরা কি জানোনা এটা পাপ ?  
সবারও তো নিচ্ছ অভিশাপ !

রাত- ১০.২৯ টা সোমবার
০১/০৪/২০১৯, মিরপুর, ঢাকা ।