জনসংখ্যা ক্রমবর্ধমান বাসস্থান অসংকুলান
সংকুচিত কর্মসংস্থান সমস্যা আছে হাজারো ।
তাই দক্ষতা সততা মমতায় উদ্ভ্রান্ত জনতাকে
যদি আর কেহ আগলে রাখতে নাহি পারো ।
তবে অপূরণীয় ক্ষতি হওয়ার আগে তোমার
কুক্ষিগত ঐ দায়িত্বটা অনতিবিলম্বেই ছাড়ো ।

সন্ধ্যা-৬.২১টা বৃহস্পতিবার ১২বৈশাখ ১৪২৬
১৮ শাবান ১৪৪০, ২৫ এপ্রিল ২০১৯, মিরপুর, ঢাকা ।