ওরা চেতনা চেতনা করা ফেৎনা সৃষ্টিকারী
ভোট নোট যোগাতে করে অদম‍্য চুরিধারী
দলের নীতি আদর্শ দর্শনে সেকি বাড়াবাড়ি
দেশ লুন্ঠনেও যায় আবার সব মাত্রা ছাড়ি
নেতা হতে চায় টাকা কামাতে কাড়ি কাড়ি
ঐ দস্যুদের দলটা আমি কি করতে পারি ?


রাত- ১০.৪০টা, রবিবার, ১৮ পৌষ ১৪২৮,
২ জানুয়ারি ২০২২, মিরপুর, ঢাকা ।