আমি অনেক কেঁদেছি তোমার জন‍্য
তাই বলে আমায় লোভী করছ গন‍্য
তোমার জন‍্য কেঁদেছি বলে নিজকে
নিয়ে ভাবছো ঐ রূপেই তুমি ধন‍্য ?


অনেকে তাই ভেবে করেও গর্ববোধ
যদি জানতো তারা কতই না নির্বোধ
রূপের গর্বে কাউকে কাঁদালে প্রকৃতি
তার উপর নেবে যে চরম প্রতিশোধ !


না আমি নিজে কিছু পেতে কাঁদি না
কিছুতেই আমি মোটে লালায়িত না
এমনটা ভাবলে আমাকে অবিচারই
করবে তুমি তাই উচিৎ সত‍্য জানা ।


যেহেতু নিজকে বেশ ভালোই জানি
তাই কারো পিছেই ঘুর ঘুর করিনি
কারো অপছন্দের মানুষ কভু হবো
না তাই প্রেমপ্রীতিও করতে যাইনি ।


কাঁদি তোমারই সম্ভাবনার মৃত্যুতে
হয়তো তোমার ধারণা নেই তাতে
কিন্তু আমি দিব‍্য জ্ঞানে দেখে এমন
নক্ষত্রের পতন যে পারছিনা মানতে ।


রচনাকালঃ- রাত ১১:৫৪টা, বৃহস্পতিবার,  ২৩ অগ্রহায়ন ১৪২৯, ৮ ডিসেম্বর ২০২২, মিরপুর, ঢাকা ।