সুনসান নীরব এ শহরে
রাত্রিটা এলে দ্বিপ্রহরে
এক গুন গুন সুরের
মুর্ছনা; কানে যে ভেসে আসে ।
মনে জাগে যত বাসনা
কামীনি জাগায় কামনা
আধো আধো চাঁদোয়া
রাতে আশা জাগে মৃদু বাতাসে ।
মনে পড়ে স্মৃতিগুলো
মন করে এলোমেলো
কান্নায় বালিশ ভিজে
কেড়ে নিয়ে যায় রাতের ঘুম ।
বিরহ ব‍্যথা বুকে নিয়ে
নিষ্ঠুর বাস্তবতা মানিয়ে
চলে জীবন তবু ভয় যদি
হয় সুনসান এ শহরে রাত নিঝুম ।
শিরীষ পুষ্পের স্নিগ্ধ ঘ্রাণ
আনচান করে মন ও প্রাণ
খুঁজে পাই যেন পবিত্র শরীর
সুবাসিত সেই লাজুক কিশোরীর ।
নারীত্ব পুরো করে ধারণ
ছিল যার কচি কমল মন
নারীর কারণেই তার আর
বাঁধা হয়নি সেই স্বপ্ন সুখের নীড় ।
সুনসান নীরব এ শহরে
রাত্রিটা এলেই দ্বিপ্রহরে
কষ্টগুলো বুকে জমাতে থাকে ভীড় ।