এই দুনিয়ায় প্রায় মানুষকেই আমি দেখেছি হায় !
সুকর্ম কিছু থাক না থাক শুধু খ‍্যাতি কুড়াতে চায় ।
কিন্তু কিছু খ‍্যাতিমানের নেপথ‍্যের কথা শুনি যখন
ক্ষোভ লজ্জা ঘৃণা আর ক্রোধে ফেটে পড়ি তখন ।
আমার তাই আর চাইনা ভাই পদ পদবী খেতাব
আমি বরং হয়ে থাকবো এক অকীর্তিমান মাহতাব ।
অগ্নিবিহীন সূর্য হয়ে চাই না কিরণ করি বিকিরণ
বরং কারো ধার করা আলোয় করি দুঃখ নিবারণ ।
প্রায়শই খেতাব নিতে করতে হয় সৎ চরিত্র বর্জন
কত অন‍্যায়ও করতে হয় ধরে রাখতে সেই অর্জন ।
এই খেতাবের খায়েশ তাই দিল হতে ফেলি ছুঁড়ে
দুঃখ নাই তাতে আমার র্কীতি ফেললে আস্তাকুঁড়ে ।
দুনিয়ার খেতাব অর্জনে যদি ঈমান করতে হয় চুরি
তাহলে শতবার ধিক্কার দিয়ে খেতাবের খেতা পুড়ি ।


খেতা = কাঁথা ।


রচনাকালঃ- সন্ধ‍্যা ৬:৪১টা, বৃহস্পতিবার, ২৭ শ্রাবণ ১৪২৯, ১১ আগষ্ট ২০২২, আশুলিয়া, ঢাকা ।