একটা সময় খুব করে ভেবেছিলাম স্বৈরচারীর
পতন হোক দেশে আসুক সুশাসন ।
এখন আর ভাবছিই না তা, বরং তাদের পতন  
হলে কি করবে কি খাবে জনগন ?
শ্রীলঙ্কার লঙ্কাকাণ্ড এ দেশে হলে কেবা করবে  
মোদের সাহায্য সহযোগিতা  ?
এতো বড় একটি জনগোষ্ঠীর কেইবা মিটাতে
পারবে যাবতীয় প্রয়োজনীয়তা ?
যারা দেশটা লুটে খেয়েছে নির্বোধ জনগনকে
আজও দেখি তাদের আশায় বসে আছে ।
কোন অসহায় ধর্ষিতা যেমন শেষমেশ বিয়ের
জন‍্য ঘুরে ঐ ধর্ষকেরই পিছে ।
ধর্ষণকারী আর লুন্ঠনকারীরা সহদোর তাদের
ধর্ম চরিত্র একই বলে এরা নেয়না দায়িত্ব ।
যদিও পরিস্থিতির চাপে সবকিছুই করার করে
শপথ, কিন্তু বেশীক্ষন হয়না তার স্থায়িত্ব ।
মাখন খেকো বুদ্ধিবাজ বোকা জনতাকে দিয়ে
ধোঁকা করছে আজও তাবেদারী ।
হা-ভাতি জনতা আজও বুঝেনা তা, প্রকৃতিটা
যে অনবরত দিয়ে যাচ্ছে হুঁশিয়ারী ।


রচনাকালঃ- রাত ১১:৫৬টা, বুধবার, ১১ শ্রাবণ ১৪২৯, ২৭ জুলাই ২০২২, মিরপুর, ঢাক ।