হায় সংস্কৃতি ! হায় সংস্কৃতি ! যতই যাচ্ছে দিন
ততই তোমার ঘটছে যে বিকৃতি !
আজকাল আবাল বৃদ্ধ বনিতা সহ সবারই ধরে
যে ভীষন ভীমরতি !
হায় সংস্কৃতি ! রাক্ষুসের মতো খেয়ে ফেলছো
যত আমাদের সুরীতিনীতি ।
আর আদরের প্রজন্মের তরে কি করে দেবো
গড়ে সুদিন, অন্তরে শুধু তারই ভীতি ।


নতুন বর্ষবরণ কিংবা কোন কিছুর উৎযাপন
করতে দেখি শুধুই করছে অপকর্ম ।
বরং সেটাই বেশী বেশী করে যেন সবে; যা
করতে নিষেধ করেছে শাশ্বত ধর্ম ।
সুশৃঙ্খল সমাজ ব‍্যবস্থাবিনা কেমনে আসবে
সুখ শান্তি আমরা বুঝিনা যে ধর্মের মর্ম ।
আর কতনা উন্নাসিকতায় নীতি নির্ধারকেরা
থাকবে চুপ, আমরা করবো গলঘর্ম ?


এ কেমন সংস্কৃতি  ? নতুন বর্ষ বরণ করতে
কিনা প্রার্থনা ধ‍্যানবিনা করে নাচনকুদন !
অগনিত মানুষ অনাহারে ঘুমিয়েছে রাস্তায়
অথচ এতো সর্বোচ্চ ব‍্যয়ের বিনোদন !
এতে কার হবে মঙ্গল অমঙ্গল বুঝিনা, কিন্তু
ধন‍্য হচ্ছে ঠিকই ঐ ইবলিশেরই চরণ ।
এই অপসংস্কৃতির কারণে আমাদের বিবেক
বুদ্ধি জ্ঞানের তাই হয়না ফুলমাল‍্যে বরণ ।


রচনাকালঃ- রাত ১১:০২টা, শনিবার, ১৬ পৌষ ১৪২৯, ৩১ ডিসেম্বর ২০২২, মিরপুর, ঢাকা  ।