ক্ষুদ্র ক্ষুদ্র রাজ‍্যগুলোকে সংগঠিত করে বিশাল সাম্রাজ্য
গড়ে ভারতবর্ষ সমৃদ্ধ করেছিল যে মোঘলরা; এখন
শুনছি তারাই নাকি ছিল লুটেরা বদমাস অথর্ব ।
আর যে বৃটিশরা লুটে নিয়ে গেল আমাদের মানসম্মান
ধনসম্পদ রত্নরাজি অমূল্য কহিনুরসহ সবকিছু যা
নিয়ে আবার আমরাই আজ করছি কতনা গর্ব !


যদিও সেই মোঘলরা না দেশের সম্পদ করেছে পাচার
আর না করেছে কারো জাতিসত্তা হরণ, বরং সকল
ধর্ম মত পথ নিয়ে স্বাধীনভাবে করেছে বসবাস ।
পক্ষান্তরে আজ যেই বৃটিশদেরকে নিয়ে গুনকীর্তন করি
তাদের দেশে গিয়ে পরম সৌভাগ্য গড়ি, যারাই কিনা
আমাদের মেরুদণ্ড ভেঙ্গে দিয়ে করেছে সর্বনাশ !


এই দস্যুদের হাতেই যেই ন‍্যায়পরায়ন শাষকগন হলো  
বিশ্বাসঘাতকতায় চিরপরাস্ত এবং কালেক্রমে বিলুপ্ত
তাদের বিরুদ্ধেই কত অপবাদ উঠে চলছে আজ ।
আমাদের দাস বানানো প্রভুদের ঐ ঐশ্বর্য যা আমাদেরই
লুন্ঠিত সম্পত্তি তাতেও করি না আপত্তি, অথচ আজও
তারা করে রাজ পড়ে আমাদেরই কহিনুরের তাজ !


আজ বেচারা মোঘলরা শাষন ক্ষমতায় নেই বলে রাজা
সাজা শেয়াল বাবুরা দেখছে কতনা খেয়াল, তাদের
ইতিহাস ঐতিহ্য মুছে দিয়ে গড়বে রামরাজ‍্য ।
ফেরাতে কহিনুর চড়েই না সুর, কিন্তু বৃটিশদের ভারত
ছাড়া করা মুসলমানদেরই নিশ্চিহ্ন করে তারা বার্মা
থেকে বেলুচিস্তানতক বাড়াতে চায় সাম্রাজ্য ।


রচনাকালঃ- সন্ধ‍্যা৬:৫৩টা, শনিবার, ২৬ ভাদ্র ১৪২৯,
১০ সেপ্টেম্বর ২০২২, আশুলিয়া ঢাকা ।