সমাজে লুকোচুরি করে কিছু চোরা
কিছু জিনিস করলেও করে চুরি ।
এ সকল চুরি সাগর পাড়ে কুড়িয়ে
নেয়া ঠিক যেন দুচারটা নুড়ি ।
তাতে সাগরসম এই মহাসমাজের
তেমন কিইবা হয় ক্ষতি ?
কলমের খোঁচায় তা পেলে বৈধতা
তখন তো ধ্বংস পুরো জাতি ।
ঐ ছিচকে চোরেরা জানবাজি রেখে
শুধু পেটটা ভরাতে পারলেই তুষ্ট ।
কিন্তু চোরদের সাধু বানাবার কর্তা
বাবুরা সব লুটতে ঘুম করে নষ্ট ।
চোরের বৈধতা দিতে চেয়ারে বসে
দিয়ে ডোনেশন তবু ওরা নয় চোর ।
স‍্যুট টাই পড়ে কলমে খোঁচা মেরে
কুলীন বনে এইসব হারামখোর ।
অশিক্ষা কর্মহীনতার দরুণ পেটের
দায়ে হয়তো চোরেরা করে চুরি ।
তবে কেন ডিগ্রীধারী চেতনাধারীরা
তা খেতে জনতার গলে দেয় ছুরি ?
ছিচকে চোরদের দ্বারা কখন হয়েছে
ক্ষতি কটা পরিবার, কটা বংশ ?
অথচ এই নেতা ও কর্তারা চোরের
ভাগ খেয়ে জাতিটাই করল ধ্বংস !!


রচনাকালঃ- রাত ৮:৩৪টা, বুধবার, ১৯ শ্রাবণ ১৪২৯, ৩ আগষ্ট ২০২২, মিরপুর, ঢাকা ।