দেশে লক্ষাধিক কোটি টাকার ঋণ চাপিয়ে
তবুও বেড়াচ্ছেন তারা পুরো দেশ দাপিয়ে
উন্নয়ন উন্নয়ন জিকির করে জারি ফিকির
করছেন অনন্তকাল রাখবেন দেশ কাঁপিয়ে ।


কোন ভুতে পেয়েছে তাদের কে বা জানে
সংবিধানেরও দোহাই দেয় কেউ না মানে
নয়কে ছয় ছয়কে নয় বানিয়ে দেশটাকে
জিম্মি করে রাখবেই বা ক'দিন কোনখানে ?


তিল তিল গড়া মোদের রাষ্ট্রীয় কোষাগার
তারা বানিয়ে ফেলেছে যে ময়লার ভাগাড়
ছিঁড়ে ফাঁড়ে খুবলে খাচ্ছে যত কাক শকুন
শিয়াল কুকুর, ভাবেও না হচ্ছে গুনাহগার ।  


কি আজব ! মানুষের এমন চিন্তা চেতনা
ক্ষমতার লোভে করে সৃষ্টি কতনা ফেৎনা
কিন্তু ইতিহাস থেকে এরা কেন যে শিখে
না, নিজেও মরে জনতাকেও দেয় যাতনা ।


রচনাকালঃ- রাত ১১:৫৮টা, সোমবার, ১৩ ভাদ্র ১৪৩০, ২৮ আগষ্ট ২০২৩, ব্যাঙ্গালোর, ভারত ।