মহামারি মহাদূর্যোগের সাক্ষী রইল ২০২১ সাল
শত বছরের ইতিহাসে এতো ভয়াবহ ক্রান্তিকাল !
পাখির মতো মরল যে মানুষ বিশ্বের দেশে দেশে
দুটি বছর গৃহবন্দীত্ব কাটালাম ভয়াল পরিবেশে ।


যারা মরেছে তারাই যেন ঝণ্ঝাট থেকে বেঁচেছে
যারা বেঁচেছে তারা কেউ জিন্দা লাশ হয়ে আছে ।
করোনা নামক এক অনুজীব কত কিছু দেখালো
মানুষকে মানুষ হতে সে যে নতুন করে শেখালো !


মুখ ও মুখোশের পার্থক্য নির্ণয়ে তার কত কীর্তি
আতঙ্ক আর্তনাদের রেখে গেল যত দূর্বিসহ স্মৃতি ।
তাই পুরোনো দিনের সেই গ্লানিগুলো যাই ভুলে
নতুন দিনের নতুন গান এসো গো গাহি সকলে ।


মানুষ হিসেবে ভাই ধরাকে বাস যোগ্য করে যাই
সহানুভূতিশীল নাহলে একে অপরে সব অযথাই ।
সমাজ ছাড়া মানুষ যখন করতে পারেনা বসবাস
তাকে তাই টিকিয়ে রাখতে চাই পরস্পরে বিশ্বাস ।


যার যেমন খুশি চললে তো আর থাকে না সমাজ
যত অপসংস্কৃতি সমাজটাকে বিধ্বস্ত করছে আজ ।
বিগত দিনের শিক্ষা নিয়ে যদি পথ না চলি সবে
তবে নিশ্চিত পুনঃ পুনঃ ক্রান্তিকাল আসবেই ভবে ।


রচনাকালঃ- রাত১১.২৬টা, শনিবার, ১৭ পৌষ ১৪২৮, ১ জানুয়ারি ২০২২, মিরপুর, ঢাকা ।