ভাবলাম পেলে যখন উচ্চ শিক্ষা
নিলেও যে আধুনিক জ্ঞান দীক্ষা
এবার বুঝি বা তুমি হলে কুসংস্কার মুক্ত..
ওমা সেকি ! হয়েও প্রযুক্তি দক্ষ
নিলে যে ঐ ভণ্ড বাবাদেরই পক্ষ
প্রযুক্তি জ্ঞানটাও ঐ তাতেই করলে যুক্ত !
কেবা জানে কোন ভাবুকের কল্প
যা ছিল কারো বা নেহাৎ গালগল্প
প্রযুক্তি দক্ষতায় তা তুমিই করলে জীবন্ত ।
মুর্খের দল যেন ফিরে পেলো বল
পরিশেষে ওদের কর্মকাণ্ডই সফল
তা দেখে তারা তো এখন আরও প্রাণবন্ত ।
জানি শিক্ষিত হলেই হয় সচেতন
কিন্তু তুমি দেখি মহামুর্খের মতন
মুর্খতাকে করে দিলে একেবারে চিরস্থায়ী !
কুসংস্কার ফিরল তাইতো নবরূপে
মুক্তির বদলে সব ডুবল অন্ধকূপে
তথাকথিত হে শিক্ষিত এতে তুমিই দায়ী ।


রচনাকালঃ- রাত ১১:৫৮টা, বৃহস্পতিবার, ৯ ভাদ্র ১৪৩০. ২৪ আগষ্ট ২০২৩, ব্যঙ্গালোর, ভারত ।