খোকাখুকিরা মিথ‍্যা বলে
প্রায়শই খেলাচ্ছলে ।
ইনিবিনিয়ে বানিয়ে কথা
ওরা বলেই সকলে ।


সেই বয়সে প্রায়ই সবাই
মিথ‍্যা বলেছি কমবেশী ।
তবে পরিনত বয়সে এই
প্রবনতা বড্ড সর্বনাশী ।


দেশের হর্তাকর্তা মন্ত্রীযন্ত্রী
যদি হরদম তা বলে ।
তবে পুরো দেশজাতিটাই
বা কেমন করে চলে ?


একশত কথার মধ‍্যে যদি
নিরানব্বটাই মিথ‍্যা হয় ।
বিস্ময় বড় বিস্ময় ! জাতি
কি করেই বা টিকে রয় !


তদুপরি এই মিথ‍্যা হেথায়
হয়েছে শিল্পে পরিনত ।
ইনিয়েবিনিয়ে মিথ‍্যা বলে
এখন যে যার মতো ।


রাষ্ট্র সমাজ উচ্ছন্নেই গেল
ক'জনার মিথ‍্যা চর্চাতে।
বুঝলামই না কি স্বার্থকতা
মিথ‍্যার মন্ত্রী হওয়াতে !


রচনাকালঃ- রাত ১২:৫৫টা, সোমবার, আষাঢ় ১২ ১৪৩০, ২৬ জুন ২০২৩, ব‍্যঙ্গালোর, ভারত ।