নাস্তিকদের ধর্মকর্ম নিয়ে ব‍্যস্ততা নাই
      তাই সারাক্ষণ দেখি অন‍্যের
         বিশ্বাসে হানে আঘাত ।
পৃথিবীটাকে অস্থিতিশীল করে রাখতে
      প্রত‍্যক্ষ পরোক্ষভাবে নির্ঘাত
          রয়েছে এদেরই হাত ।

এরা যেন বেওয়ারিশ কুকুরের মতো
     অকারণেই স্বাজাতির সাথে
         করে চলে ঘেউ ঘেউ ।
এরা যেমন দিনে দিনে দিল্লি যেতে
    পারে কিন্তু লক্ষ্য উদ্দেশ্যহীন
         থাকায় পারেনা কেউ ।

রচনাকালঃ- রাত১০.৪৫টা, রবিবার, ২৩ মাঘ ১৪২৮, ৬ ফেব্রুয়ারি ২০২২, মিরপুর, ঢাকা ।
.