গলায় কি পড়েছো গো অহনা ?
ওটা তো নকল সোনার গহনা !
একবার পুড়েই দেখো আগুনে
তারে আর নেবে না দেখেশুনে ।
যারে ভালোবেসে দিয়েছ মন
সেও তো নকল সোনার মতন ।
অন্যের রঙের প্রলেপ লাগিয়ে
তোমার মনটা নিয়েছে বাগিয়ে ।
শোন গো অবলা বলি এর অর্থ
তাকেই ভাবো যে বারবার ব্যর্থ ।
সে যে খাঁটি হয়েছে পুড়ে পুড়ে
তারই সম্ভাবনা জীবনটা জুড়ে ।
বারবার ব্যর্থবিনা হয়না সফল
ব্যর্থতা অভিজ্ঞতায় পায় সুফল ।
হার না মানায় হয় সম্ভাবনাময়
কিন্তু তোমরা তখন হও নির্দয় ।    
সফল হতে করনা সহযোগিতা
সফল হলে মানো তার বশ্যতা ।
তোমাদেরই নীচু মানসিকতায়
সবার সফল হওয়া বড়ই দায় ।
সফলে যদি দেশ ভরতে চাও
তাহলে ঐ দৃষ্টিভঙ্গিটা পাল্টাও ।