বাংলা কবিতার স্বনামধন্য এ আসর
যেথায় সাজাই সবাই স্বপ্নের বাসর
সেথা যদি না থাকে সর্বজন প্রিয় এই একটি ফুল
তবে তা হবে ভুল, নিঃসন্দেহে যেন এক মহাভুল ।


নিতে না পারলে যে ফুলের সৌরভ
সেই বাসরের থাকে কি আর গৌরব
দেখি আমারও আর কিছুতেই থাকে না জাতকূল
যে আমার জীবনে দেখা অতি দুর্লভ অনন‍্য অতুল ।


কবি হিসেবে যতটা না প্রকাশ পায়
তার চেয়ে বেশী কবিত্ব যার সত্ত্বায়
শিরায় উপশিরায় তার কাব‍্যগাঁথায় ঠাসা আমূল
যাকে চিনতে আমি বারবার ভুল করেছি বিলকুল  


যার জন‍্যেই আসর সাজতো বর্ণিল
বিদিশার দিশা দিত আলোরমিছিল
নিষ্ঠা সততায় বচনে সৃজনে ছাড় দেয়না একচুল
যিনি আমার পরম গুরুকুল কবি অনিরূদ্ধ বুলবুল ।


স্মর্তব‍‍্য - আমি  সাধারণত কোন ব‍্যক্তিকে নিয়ে কবিতা লিখি না কারো অনুকম্পা নিতে । আরো  চাটুকারিতা তো পুরো আমার স্বভাব বিরুদ্ধ কাজ । কিন্তু এটি করেছি কিছুটা হলেও বিবেকের দায় শোধের নিমিত্তে ।


অসমাপ্ত