বিজ্ঞানের উত্তরোত্তর উন্নতি হচ্ছে বটে
সামনে যত গড়াচ্ছে দিন ।
কিন্তু ততই যেন বুদ্ধিমান এই মানুষেরা
শুধু হচ্ছে পরাধীন, গৃহহীন ।
পুঁজিবাদ পদে পদে পেতে ফাঁদ চালায়
যত কর্পোরেট আগ্রাসন ।
মানুষগন যুগের সাথে পাল্লা না দিয়েই
করছে যেন অসহায় আত্মসমর্পণ ।
বেনিয়ারা জনতার সর্বস্ব কেড়ে নিতে
যখন করছে সুনিপুন গবেষনা ।
সাধারণ জনগন তখন অনেকে একটি
মাত্র কাজেও দক্ষতা রাখেনা ।
তারা নিজেকে শানিত করবে তো দূর
কথা হচ্ছে অবক্ষয় কবলিত ।
যেনা ব‍্যভিচার নেশা জুয়ায় সদলবলে
সবে হয়ে পড়ছে আসক্ত ।
দেশে দেশে সরকারগন যদি সত‍্যিকার
অর্থে হতো জনহিতকর ।
তবে কি জনতার জীবন ধ্বংসে মাদক
নেশা জুয়া বন্ধে হতো না তৎপর ?
সুদূরপ্রসারী ভাবনা চিন্তাও তাই পৃথিবী
থেকে বুঝি নিয়েছে বিদায়  ।
জীবন যৌবন হেলায় হারিয়ে জনতার
পেশাগত জীবনেও সফল হওয়া দায় ।
রোজগারের দায়িত্ব নিতে গিয়েই তাই
তো তারা তখন হিসাব মেলাতে ব‍্যর্থ ।
কেউই তখন খুঁজে পায়না আর সততা
ধরে রাখা না রাখার অর্থ ।
অতঃপর বর্ণাঢ্য জীবনের পরিসমাপ্তি
ঘটে প্রদীপে পোড়া পোকাদের মতো ।
মানুষকে সৃষ্টির সেরা তবে কেন করল
স্রষ্টা ? এরা কেউ বুঝি ভাবেনি অতো !!


রচনাকালঃ- রাত ১২:২৯টা, শনিবার, ১ শ্রাবণ ১৪২৯, ১৬ জুলাই ২০২২, মিরপুর, ঢাকা ।