এতো অস্থির হইও না ভাই    
সফলাতায় ধীরস্থিরতা চাই
অস্থিরতায় সংকট হবেই যে ঘনিভূত ।
তুমি সৃষ্টি জগতে সর্বসেরা
প্রকৃতির দাসদাসীতে ঘেরা
ভাবতে পারলে প্রাপ্তীই হবে উপনীত ।


অধিক লাফালাফি নিষ্ফল
উল্টো হারাবে সহায় সম্বল
হাঁড়ির ভাত লাফালে যায় যে চুলায় ।
রিজিকে যার নাই বিশ্বাস
কোথায় সে পাবে আশ্বাস
ধৈর্য্য ধারণ তার সাধ্যে কি কুলায় ?


চাইলে জীবনের সফলতা
সর্বাগ্রে পরিহার অস্থিরতা
তাই জাগ্রত করা চাই অতিচেতনা ।
যা হয়না ধর্মীয় জ্ঞানবিনা
যার অন্তরায় এই জামানা
সুষ্ঠু সমাধানও দেবে ধ্যান সাধনা ।


রচনাকালঃ- রাত ১১:০০টা, বৃহস্পতিবার,  ২০ পৌষ ১৪৩০, ৪ ডিসেম্বর ২০২৪, মিরপুর,  ঢাকা ।