দখলদার বৃটিশ ও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে রক্ত
ঝরিয়েছিল বীরেরা জাতির স্বাধীনতারই জন‍্য ।
তবুও আজ সেই শহীদদের উত্তরসুরীরাই স্বেচ্ছায়
দাসত্ব বৃত্তিতে যুক্ত থেকে নিজেকে করে ধন‍্য ।


দাসত্বের রক্তবীজ আজও নির্মূল হচ্ছে না জাতির
অস্থি মজ্জা থেকে, মাথাচাড়া দিচ্ছেই এখনো ।
পরিবারতন্ত্র নপুংসক গনতন্ত্র এ জাতিকে গিলালে
দাসত্ব হতে মুক্ত আর হবেও না এরা কখনো !


বৃটিশ-পাকিস্তান হতে মুক্ত হলেও যুক্ত রয়েছেই
জাতি আজও সেই জঘন‍্য দাসত্ব চেতনাতে ।
বৃটিশের কাছে বন্ধক দিয়ে বিবেক, রাজনীতিতে  
আবেগ তাড়িত হয়ে মেতেছে পাশবিকতাতে ।


অতিরিক্ত ভক্তি রসের বাঙালি জাতির মন মস্তিষ্ক
নিয়ে খেলছে এখন ভণ্ডদের রাজনৈতিক দল ।
এদের হাত হতে মুক্ত না হলে, আর কোন কালে
এ জাতি ঐক্য শান্তি সমৃদ্ধিতে হবেনা সফল ।


রচনাকালঃ- সকাল ১০:২৭টা, শনিবার, ৩ আষাঢ় ১৪৩০,
১৭ জুন ২০২৩, ব‍্যঙ্গালোর, ভারত ।