হায়:! হায় ! শিক্ষা দীক্ষায় সুসভ‍্যতায়
মোড়ানো এ নাকি আধুনিক যামানা !
এ যামানায় জন্ম হয়েও এমন কারবার
আমার আর মাথায় ঢোকে না ।
আজকাল মন্দদের কেউ বলে না দেখি
বদমাস জোচ্চোর ভণ্ড প্রতারক ।
বড় আশ্চর্যের ব‍্যাপার এদের বিচারও
করে না যেন কোন বিচারক !
কিন্তু সত‍্যাব্রতদের চুন থেকে খসলেই
পান ধুলিস্মাৎ করে দেয় মানসম্মান !
অপরাধ না করেও অপবাদ দিয়ে তার
কমল হৃদয় ভেঙ্গে করে খান খান !
কোটি কোটি টাকার লুটেরাকে সম্মান
দিয়ে সবাই ডাকি স‍্যার ।
দু'চার টাকা ধার নেয়া নিরীহ বেচারীর
জনসমক্ষে করে কঠোর বিচার ।
তাকে তিরস্কার আর জুলুম অত‍্যাচার
করে করেই দেয় মৃত্যু মুখে ঠেলে ।
অথচ সবাই ওসব দেশ লুটেরাদেরকে
কতভাবে সম্মান দেখায় কাছে পেলে ।
এমনি নানান গোলকধাঁধা দেখে যাচ্ছি
আমার নিত‍্য হতবাকের জীবনে ।
নিজকে তাই বড় বেখাপ্পা লাগে সদাই
এখন শুধু পালাতে চাই নিধুবনে ।


রচনাকালঃ- রাত ১১:৫০টা, মঙ্গলবার, ২৭ চৈত্র ১৪২৯,
১১ এপ্রিল ২০২৩, মিরপুর, ঢাকা ।