শিক্ষা দীক্ষায় জ্ঞান গরিমায়
বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পর্যায়
তুমিই নাকি সর্বোচ্চ পদাধিকারী হে উপাচার্য ?  
তবুও সেই তুমিও কিনা করছ ঘৃন্য পাপাচার্য !


মান-সম্মান আর অর্থ খ্যাতি
সবি তো তোমার হল অতি
কতজনা যে হয় ধন্য পেলে তোমার সাহচর্য ।  
তবুও সেই তুমিও কিনা করছ ঘৃন্য পাপাচার্য !


কি দরকার লেজুরবৃত্তি করার
কেনই বা তুমি হবে চাটুকার
তোমার উপদেশ যেথা হবে সবার শিরোধার্য !  
তবুও সেই তুমিও কিনা করছ ঘৃন্য পাপাচার্য !


মানুষ গড়ার সেরা কারিগর
জ্ঞান বিজ্ঞানের বিদ্যাসাগর
চারিত্রিক দৃঢ়তা তোমার থাকাটাই অপরিহার্য ।  
তবুও সেই তুমিও কিনা করছ ঘৃন্য পাপাচার্য !


তুমিও যদি লিপ্ত চৌর্যবৃত্তিতে
লিপ্ত হও জাতির হক লুণ্ঠিতে
তবে তুমিই তো বুঝি পৃথিবীর অষ্টম আশ্চর্য !  
আর মানুষ না গড়ে, মানুষ হও হে উপাচার্য ।  


রচনাকালঃ- রাত ৯.৪৫টা শনিবার ২৮ কার্তিক ১৪২৬,
১১ রবিউল আউয়াল ১৪৪১, ৯ নভেম্বর ২০১৯, মিরপুর, ঢাকা ।