আমি দেখি তোমার ভেতরটা
একদম ঘুটঘুটে কালো ।
উল্টো নিজকে নিয়ে তোমার
ধারণাটা বেজায় ভালো ।


ভাবছো তোমার কর্মের শংসা  
করছে যেন সারাবিশ্বময় ।
কত শত অপরাধ করেও তাই
মাথা ঠান্ডা রাখো সবসময় ।


চোখে আঙ্গুল দিয়েও দেখিয়ে
দিলে দেখেনা স্বীয় ভুল ।
বরং পরের ভুলটা ধরতে যেন
সারাক্ষণ থাকো ব্যকুল ।


আত্মপর্যালোচনার চর্চাই যেন
জানে না আজকের সমাজ ।
তাই তো পরের ভুল ধরাটাই
এখন সবার অন্যতম কাজ ।  


রচনাকালঃ- রাত ১১:৩৬টা, মঙ্গলবার, ১১ আশ্বিন ১৪৩০, ২৬ সেপ্টেম্বর ২০২৩, মিরপুর,  ঢাকা ।