তোমরা আমাকে কেউ ততটা আগলে
রাখোনি যতটা রেখেছে প্রকৃতি ।
সেই তো বরং শ্লথ করেছে যে আমার
ভুল পথে চলার বেপরোয়া গতি ।
সমাজও আমাকে শেখায়নি জীবনের
বাঁকে বাঁকে বাঁচতে লড়াই করে ।
প্রকৃতিই আমায় পথ চিনিয়ে চিনিয়ে
এগিয়ে নিয়েছে যেন হাতে ধরে ।
তার সাথে আমার নিবিড় সখ‍্যতাটা
গড়ে উঠেছিল কৈশোর কালে ।
যখন বৈষয়িক ভাবনাগুলো আমাকে
এখনকার মতো খায়নি গিলে ।
সভ‍্যতার মুখোশধারী সমাজ মমতা
দেখানো পরিবার শিক্ষক কেউ না ।
উল্টো সবাইকে দেখি দায়িত্ব নেবার
পরে করেছে শুধুই টাল বাহানা ।
ভাগ‍্যিস প্রকৃতিটার নিবিড় সাহচর্যেই
আমি মরতে মরতে বেঁচে আছি ।
তাই বলি প্রকৃতির সনে একাত্মবিনা
লাভ নেই ভবে খেলে কানামাছি ।