জানি না কবে হবে এই জুলুমের অবসান
জানি না কবে পাবে মানুষ একটু আসান ।
জানি না আর কবে হবে মানুষের বোধদয়  
জানি না কবে আসবে ভবে শান্তির সময়।


স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি আজও ফিরছে না স্বরূপে
আজও ডুবে আছে মূর্খতার অন্ধকার কূপে ।
মৃত্যু নিশ্চিত জেনেও সম্পদ অর্জনে ব্যস্ত
ধ্যান জ্ঞান সবই যেন দুনিয়া পেতেই ন্যস্ত ।


শিক্ষাদীক্ষা কর্মকৌশল যে যা অর্জন করে
সব দেখি দুনিয়ার সম্পদ সঞ্চয়েরই তরে ।  
শুধু মুখেই বলি এ দুনিয়াটা চিরস্থায়ী নয়
তবু এই চির সত্যটা ভুলে থাকি সবসময় ।