সকল জামানারই মানুষ ভাই কথায় কথায়
শুধু দিয়ে চলেছে আধুনিক যুগের দোহাই ।
তাদেরকে ধর্মের কথা ভুলেও বলতে গেলে
বলে আরে কি সব বল, এসব তো সেকেলে !  
দেখো না এখন চলছে আধুনিক জামানা...
এখন কি আর এসব গাঁজাখুরি কথা চলে ?
আসলে এরা সব শয়তানেরই শিষ্য কিনা
কাজে এসব তো ওদের বক্রতারই বাহানা !
কেন ওরা কি এ জামানায় আদি-কালের
শস্য ফলমূল মাছ মাংস দুধ ডিম খায়না ?
হীরা চুনি পান্না রুপা সোনা ওরা নেয় না ?
স্বার্থহানির জন্য জানি দেবে না তা ফেলে
ভুলেও এসবকে তারা বলবে না সেকেলে !
জোঁক মুখে লবন পেলে যেমন যায় কুঁকড়ে
এমন কথার পাল্টা প্রশ্নে তাদের টনক নড়ে ।
তথাকথিত শিক্ষিতরা যেন শিক্ষিত শয়তান
জানে তো ওরা কচু, করে শুধু বিজ্ঞের ভান !  


রচনাকালঃ- রাত ১০:৩৭টা, বৃহস্পতিবার,
১৯ মাঘ ১৪৩০, ১ ফেব্রুয়ারী ২০২৪, মিরপুর, ঢাকা  ।