পুরুষ হিসেবে আমার ছিল বদ্ধমূল ধারণা
আমার প্রেয়সীই বুঝি শান্তির শেষ ঠিকানা ।
ক্লান্ত ও পরিশ্রান্ত দেহ মনে এলে অশান্তি
প্রেয়সী দিতো আমায় এক পশলা প্রশান্তি ।
জীবন যুদ্ধে যখন জর্জরিত ঘাতপ্রতিঘাতে  
দেহ মনটাও ক্ষতবিক্ষত আঘাতে আঘাতে ।
আহত সৈনিকের মতো যখন পাই আশ্রয়
প্রিয়ার মিষ্টি মুখ দিতো জাদুকরী নিরাময় ।
নিমিষেই উবে যেত যত দুঃখ কষ্ট বেদনা
পূর্নতা লাভের পথে এ যেন জীবন সাধনা ।
দিনে দিনে শুকিয়ে যাচ্ছিল যখন সব ক্ষত
ঐ শেষ ঠিকানায় শেষ আঘাতে হই নিহত !  


রচনাকালঃ- ৭:৩২টা, বৃহস্পতিবার, ১৬ ফাল্গুন ১৪৩০, ২৯ ফেব্রুয়ারী ২০২৪, মিরপুর, ঢাকা ।