কিভাবে তোমার দীক্ষায় আমি দীক্ষিত হবো হে ঠাকুর ?
যদি তোমার শিষ‍্যরা হয় একেকটি হিংস্র হায়না কুকুর !
তোমার ধ‍্যান জ্ঞান প্রজ্ঞাতেই তো তারা হয়েছে বলিয়ান
আমি চাইনা অমনটা হতে তাই গাইনা তোমার গুনগান ।
যদিও তোমার নাম জপে তারা স্রষ্টার চেয়েও অধিক
এমন গুরুকে সম্মান কেন তাকে ঘৃণা ভরে জানাই ধিক ।
দু'চারটা ভালো কর্ম দিয়ে ঢাকা যায়না তোমাদের মন্দ
নেতৃত্ব দানকারী কোন নেতার মন্দ সভ‍্যজনের অপছন্দ ।
নেতা কিংবা গুরু তাকে তো হতেই হবে সচ্চরিত্রবান
যার শিষ‍্যরাই তাদের আদর্শ চরিত্রে দেবে তারই প্রমাণ ।
তাই তোমার আদর্শ করবো ধারণ শিষ‍্যের সুচরিত্র দেখে
যারা পার্থিব আশা ছাড়া ভবে যায় নিরবে অবদান রেখে ।
যারা দেশ জাতির জানমাল লুটে করে বিকৃত বিলাসিতা
অমন নেতার আদর্শ চেতনা ধারণই প্রকাশে কাপুরুষতা ।
আমি লোভ লালসা ভয় ডরে হইনা কারো অন্ধ অনুসারী
নত করি না এই উন্নত শির হইনা যার তার চেতনাধারী ।
কোন ধর্ষক খুনি লম্পট লুটেরার সতীর্থ হতে চাইনা কভু
এমন চরিত্রস্খলন হবার আগেই আমার মৃত্যু দিক প্রভু ।


রচনাকালঃ- রাত ১১:৫৬টা, শনিবার, ৮ শ্রাবণ ১৪২৯, ২৪ জুলাই ২০২২, মিরপ, ঢাকা  ।