আমার জন্য সমাজ তেমন করেনি
   কিছু, কিন্তু দিয়েছে পদে পদে
     বাধা লাঞ্ছনা গঞ্জনা হতাশা ।
দেখায়নি পথ, ব‍্যর্থ মনেরথ নিয়েও
কোন মতে দাঁড়াতে সমাজ করে
   আজ পাহাড় সমান প্রত‍্যাশা ।


নিজের মতো করে গড়েছি নিজেকে
  সম্পূর্ণ স্বীয় সাধ‍্য সার্মথ‍্য মেধা
     বুদ্ধি চেষ্টা ও প্রভুর কৃপায় ।
অথচ কতজনার সাথে তুলনা করে
    আমাকে প্রতিনিয়তই সমাজ
      হেয় প্রতিপন্ন করতে চায় ।


অদ্ভুত এই সমাজ দিতে জানে না
   আগ বাড়িয়ে কাউকে কিছুই
     কিন্তু চায় অঢেল পেতে ।
যেন আজও জানেনা গাছ লাগিয়ে
   পরম যত্নআত্মীর পরেই তো
      হয় ফলটা পেড়ে খেতে ।


রচনাকালঃ- রাত ১১:৩৯টা, মঙ্গলবার, ২০ আষাঢ় ১৪৩০,
৪ জুলাই ২০২৩, ব‍্যঙ্গালোর, ভারত  ।