কোন ধনাঢ্য শিক্ষিত চরিত্রবান যদি দিওয়ানা হয়
গরীবের জ্ঞানী মেয়েকে জীবন সঙ্গী করার জন্য ।
ধন্য তবে এই ধরা ধন্য, সৃষ্টি জগতের স্বার্থকতায়
এমন মহামিলন ধরার বুকে নজীর গড়ে অনন্য ।  


এতো শুধুই হয়না মিলন এরা করে অসাধ্য সাধন
যে জুটি জগতকেও করে আলোকোজ্জ্বল ।
হয় এমনই একটি পরিবার লক্ষ মানুষের কল্যাণে
যা অবদান রচে চলে সেই আসমুদ্রহিমাচল ।


অথচ প্রায়শই দূর্ভাগ্যবশত মানুষের মিলনগুলো
হয়ে উঠে যেন পুরোপুরি ঠিক তারই বিপরীত ।
কত শত সম্ভাবনাময় জীবনের শুধু এই কারণেই
অপমৃত্যু কিংবা থেকে যায় জীবনভর অনাদৃত ।


এমন মিলনের তরে প্রতিটি ঘরে নীরবে নিরন্তরে
হয়ে উঠে যেন সম্ভাবনা ধ্বংসের ইটের ভাটা ।
শুধু বিয়ে নামক প্রথা রক্ষার্থে তথাকথিত সমাজ
ব্যবস্থাই প্রকৃত কল্যাণের বাজিয়েছে বারোটা ।


রচনাকালঃ- রাত ৯:১৯টা, মঙ্গলবার,  ২৮ ভাদ্র ১৪৩০, ১২ সেপ্টেম্বর ২০২৩, ঠাকুরগাঁও ।