এটা তো স্বয়ং ঐ শয়তানেরই কারসাজি
তাই করে মৌজমাস্তি ফুটায় আতশবাজি  
বিদায়ী ও নববর্ষের শুভকামনায় যেনা মদে
বুদ হয়ে উদযাপন করে থার্স্টি ফাস্ট নাইট !


আমরা কারো কল্যাণে করলে শুভকামনা
আদতে তা স্রস্টার কাছেই করি আরাধনা
কিন্তু অপবিত্র এমন সংস্কৃতি দ্বারা মানুষ কি
সৌভাগ্য ও স্রস্টার বিরুদ্ধেই করছে ফাইট ?


ভ্রষ্টাচারীর কি অদ্ভুত অযৌক্তিক এই সংস্কৃতি
সুশিক্ষিত সভ্য যুগেও কত অভব্য রীতিনীতি
আসলে আল কোরআনের মতো স্রস্টার নিপুণ
নির্দেশিকাবিনা কেউ বুঝেনা কি রং কি রাইট ।


সমাজ সুশীল হয়না ধর্মীয় অনুশাসন ছাড়া
যা সম্ভব শুধু স্রস্টার গ্রন্থ আল কোরআন দ্বারা
এ ছাড়া মানুষ কিছুতে আনবেনা যে হুঁশ
ঢের দেখেছি তাতেই শুধু যেন থাকে টাইট ।


রচনাকালঃ- সন্ধ্যা ৬:১৪টা, রবিবার,  ১৬ পৌষ ১৪৩০, ৩১ ডিসেম্বর ২০২৩, মিরপুর, ঢাকা ।