আরে ইয়ার তোদের সংস্কৃতিটা কিম্ভুতকিমাকার !
শুভকামনা জানাতে বল যখন হ‍‍্যাপী নিউ ইয়ার
ডিস্কোবারে তখন উল্লাসে নর্তকীর সঙ্গে বেলেল্লা
নাচছো খুল্লাম খুল্লা বসনে, গিলছোও মদ বিয়ার !

আতশবাজিতে বিদীর্ণ করে চল রাতের আকাশ
হৃদক্রিয়া বন্ধ হয়ে কোন রোগীর হবে প্রাণনাশ
তার ভাবনা নাই চাই শুধু বন‍্য উল্লাস, নয়া দিন
করতে রঙিন প্রভুর নিকট নাই প্রার্থনারও প্রয়াস ।

নষ্টামীতে ডুবে সেলিব্রেশন কর থার্টিফাস্ট নাইট
আর উইশ করছ সবার যেন হয় ফিউচার ব্রাইট
যত অশ্লীলতা আর মাতলামিতে মেতে তোমরাই
জানো কার বদান‍্যতা পেতে বল উই আর রাইট ।

কতনা বিকৃতিতে ভরা এইসব পশ্চিমা সংস্কৃতি
তাতেও তার প্রতি দেখাও তোরা দূর্নিবার প্রীতি
স্বীয় সংস্কৃতি ভুলে শয়তানের অনুকূলে চলতে
তোদের মতো নির্বোধদের আহারে কি আকুতি !

না না এ শুধুই অনর্থক না ঐ শয়তানেরই চাল
কিন্তু তা বুঝেনা আমাদের যত শিক্ষিত আবাল
আমরা শুধু হইহই করে মেতে রই আর ঐসব
পুঁজিবাদী বেনিয়ারা সর্বস্ব লুটে হচ্ছে মালামাল ।

রচনাকালঃ- রাত ৮.০৯টা, বৃহস্পতিবার, ১৫ পৌষ ১৪২৮, ৩০ ডিসেম্বর ২০২১, মিরপুর, ঢাকা ।