ওরা নিজের নাক কেটে করে পরের যাত্রা ভঙ্গ,
ওদেরকে কখনোই করিও না একবিন্দু বিশ্বাস ।
তোমার সঙ্গে যতই করুক না প্রেম প্রীতির ঢঙ্গ
ওরা নিজের নাক কেটে করে পরের যাত্রা ভঙ্গ,
অন্তরঙ্গ হয়ে ভুলেও দিতে যেও না ওদের সঙ্গ
তোমার সাফল‍্য দেখে ওদের হয় যে নাভিশ্বাস ।
ওরা নিজের নাক কেটে করে পরের যাত্রা ভঙ্গ,
ওদেরকে কখনোই করিও না একবিন্দু বিশ্বাস ।

রাত- ১১.৫৬টা, শনিবার, ২৯ মাঘ ১৪২৮, ১২ ফেব্রুয়ারি ২০২২, মিরপুর, ঢাকা ।