বন নদী পাহাড়ের প্রাকৃতিক নৈসর্গ দ্রুত সব হারিয়ে
বসবাসে অনুপযুক্ত হচ্ছে আমাদের উপমহাদেশ ।
জীববৈচিত্র্যও বিলুপ্তির পথে, মনুষ‍্যের উর্বর আবাদেই
গ্রামগঞ্জ শহর নগরে বিরাজিত গিজগিজ পরিবেশ ।


খাদ‍্য ও পরিবেশ দূষণে মানুষের গড় আয়ুও নিম্নমুখী
রোগ ব‍্যাধিতে জর্জরিত যেন প্রায় প্রতিটি বাড়ি ।
খুন ধর্ষণ বঞ্চনা প্রতারণা মারামারি অবিচার মামলা
মোকদ্দমার আহাজারিতে হেথাকার বাতাসও ভারি ।


পাল্লা দিয়ে তেমনি হেথাকার কালা যাদুমন্ত্রের গনতন্ত্র  
নামক নষ্ট পঁচা গলিত রাজনীতিটা সর্বত্র একাকার ।
প্রায় প্রতি দেশের শাসনযন্ত্র কুক্ষিগত করে জনতাকে
চাবুক পেটা করছে হেথাকার যত স্বৈরাচার সরকার ।


যেখানে উচিৎ ছিল জনবহুল সুবিধা বঞ্চিত দেশগুলোর
কল‍্যানে হবে শুধু রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণ ।
সেখানে উল্টো অসহায় জনতাকে জিম্মি করে সরকার
নাম্নী দস্যুরা জানমাল লুটে চালায় জুলুম নির্যাতন ।


যেমনই ঘনবসতি তেমনই ছিল হেথাকার মানুষগুলো
বড্ড শান্তি প্রিয়, বন্ধু বৎসল ও অতিথি পরায়ন ।
যাদেরকে খুব সহজে মানব সম্পদে রূপান্তরিত করে
বিশ্বময় করা যেত উন্নয়ন, শান্তি সুখের নগরায়ন ।


সেখানে গনতন্ত্রের ছত্রছায়ায় এক নায়কতন্ত্র কায়েমের
ঘৃণ্য ষড়যন্ত্রে একাংশ মানুষদের বানাচ্ছে নরপশু তুল‍্য ।
তাইতো সুজলা সুফলা শস‍্য শ‍্যামলা ও উর্বরা মস্তিষ্কের
উপমহাদেশটা শুধু রাজনীতির জন‍্য দিচ্ছে চড়া মূল্য ।


বৃটিিশ পূর্বে সবার ছিল গোয়ালভরা গরু গোলাভরা ধান
পুকুরভরা মাছ আর গলা ভরা গানের এই উপমহাদেশ ।
ছিলনা চোরছেচ্চর ভিক্ষুক কোথাও,আজ বিদ্বেষে ভরা এ
অঞ্চল যেন অতীতের পুরাকীর্তি মানবতার ধ্বংসাবশেষ ।


রচনাকালঃ- দুপুর ১:৩৭টা, ৪ শ্রাবণ ১৪২৯, ১৮ জুলাই ২০২২, মিরপুর, ঢাকা ।