ভালোবাসা ভালোবাসা বলে সকলেই
রচে চলে গান গল্প কবিতার বই ।
কিন্তু বন্ধুগন এই জগতে সত‍্যিকারের
ভালোবাসাটা কই ?
গাছে চড়িয়ে দিয়ে কি টেনে নেন মই ?


ভালোবাসা বাসির নামে সবাই জড়ায়
দেখি শুধু নোংরা মনস্কামে ।
তবু চারদিকে ভালোবাসার প্রচারণায়
জয়তু ধরাধামে ।
তাকে যেন সস্তা দরেই বিকায় নিলামে ।


এই ভালোবাসার নামেই তো যত খুন
ধর্ষণ আত্মহত্যা বিচ্ছেদ প্রতারণা।
তবুও রসিয়ে রসিয়ে করছি তার কতনা
প্রচার প্রচারণা ।
এর যে কত রস কারো কি আছে জানা ?


শুধু এ কারণে আজ কতজনের পুড়ছে
কপাল, ভুগছে দহন যন্ত্রণায় ।
তাদের কে রাখে খবর ? উৎসাহ শুধুই
ভালোবাসার মন্ত্রনায় ।
তাকে চায় যেন সবে জৈবিক তাড়নায় ।


ভালোবাসার জন‍্য গন মাধ‍্যমগুলোতে
বাড়ছে যতই রঙ চঙের বিজ্ঞাপন ।
তা ততই সোনার হরিণ হয়ে যায় দূরে,
কারো হয়না আপন ।
স্মৃতিরাও বেঁচে রয় পড়ে সাদা কাফন ।


এই ভালোবাসা দিবসটিকে নিয়ে ভণ্ড
ও বেনিয়ারা করে চলছে বাজিমাৎ ।
আর আমরা হাঁদারামরা সেই যজ্ঞে ঘি
ঢালছি নির্ঘাত ।
বুদ্ধিজীবী হয়ে করি সমাজ কুপোকাত ।


তবে কি আমি আপনাদের কাউকেই
ভালোবাসাটা দিতে করছি মানা ।
না না আমি বরং বলছি ওটা একমাত্র
বৈধ সঙ্গীটিরই পাওনা ।
নিজ ঘরে চুপিসারে শুধু তারে দিন না ।


রচনাকালঃ- রাত ৮.০৩টা, সোমবার, ১ ফাল্গুন ১৪২৮,
১৪ ফেব্রুয়ারি ২০২২, মিরপুর, ঢাকা ।