তথাকথিত শিক্ষিতগন কি বুঝে না বুঝে
করে চলছে শুধু ভালোবাসার বিজ্ঞাপন ।
যদিওবা দেখিনি এতো ভালো বাসাবাসি
করেও তেমন কেউ কারো হলো আপন !
ওরা আধুনিক প্রমাণে ভালো বাসাবাসির
কথা শুনা মাত্র সবাই দেয় বাহাবা ।
সেটা হোকনা অসম প্রেম কিবা পরকীয়া
শুনলেই বলে মারহাবা ! মারহাবা !
অথচ দিন দুয়েক পরে বিশ্বাস ভঙ্গ করে
কতজনের জীবন হচ্ছে যে বিপন্ন ।
হচ্ছে খুন ধর্ষণ লানত বর্ষণ নবজাতকেই
ডাষ্টবিন আরও ভরাবে অত‍্যাসন্ন ।
প্রেম পরকীয়ার জন‍্যে সিংহভাগ পরিবার
ভেঙ্গে ছারখার সন্তানরা হলেও অসহায় ।
কার কথা কে শুনে; ওনারা তার পক্ষেই
গাইছে সাফাই নাই যেন কোন দায় ।
ভালো বাসতে গিয়েও ভালোবাসা পায়
ক'জন শুধু ভাঙ্গে মন ব‍্যর্থ হয় জীবন ।
এমন ব‍্যর্থ মানুষদের দীর্ঘনিশ্বাসে সমাজ
সংসার বরবাদ বিরাণ হচ্ছে তপোবন ।
তবুও দেখছি ভাই মহাসমারোহেই সবাই
করে চলে শুধু ভালোবাসার বিজ্ঞাপন ।


রচনাকালঃ- রাত ১১:১০টা, বৃহস্পতিবার,  ২২ শ্রাবণ ১৪২৯, ৪ আগষ্ট ২০২২, মিরপুর, ঢাকা ।