একটুখানি ভালোবাসায় বনের হিংস্র
প্রাণীকেও পোষ মানানো যায় ।
কিন্তু সর্বস্ব উজার করে ভালোবেসেও
মানুষকে পাওয়া বড় দায় !
বরং ওভাবে বাসলে ভালো একদিন
তার হবে যে মরণ দশা ।
ভালোবাসার সেই মানুষটিকে হারালে
মিটে যাবে বেঁচে থাকার সব আশা ।
কাজেই ভালোবাসলে বাসো হে মানুষ
বনেরই কোন প্রাণীকে ।
যেখানে থাকবেই না চাওয়া পাওয়ার
হিস‍্যা, বিষাদে ভরাবে না নিজেকে ।
কারণ হারানোর বেদনায় সর্বক্ষন কে
পারে করতে হৃদয়ের রক্তক্ষরণ ?
ভুলেও মানুষকে ভালো বেসে কেউই
ডেকে আনবে না গো মরণ ।
এই পৃথিবীর মানুষগুলো কভু দিতেই
জানে না যে ভালোবাসার দাম ।
কাউকে উজার করে ভালোবাসলেও
উল্টো করবে শুধু বদনাম  ।
মানুষকে নিঃস্বার্থ ভালোবেসে কখনো
নিজকে করতে যেও না ক্ষতবিক্ষত ।
তারা কখনোই বুঝি ভালোবাসার মূল্য
দেয়না বনের ঐ প্রাণীদের মতো ।


রচনাকালঃ- বিকাল ৫:১০টা, মঙ্গলবার, ২৮ আষাঢ় ১৪২৯, ১২ জুলাই ২০২২, মিরপুর, ঢাকা ।