ওরে ভোটচোর ভোটচোর ভোটচোর
লজ্জা শরম মোটেও নাই কিরে তোর ?
রাষ্ট্রদ্রোহী ওরে সংবিধান লঙ্ঘনকারী
কোন সাহসে তুই করিসরে বাড়াবাড়ি ?


ক্ষমতায় গিয়ে জনতার দুঃখধন লুটে
জ্ঞাতিগোষ্ঠী দলবলে চলছো দাপুটে ?
অকপটে করছো জাতির ঐতিহ্য নষ্ট
মূল‍্যস্ফীতিতেও মানুষের বাড়াও কষ্ট ।


বিচার ব‍্যবস্থারও করুণ অবস্থা করে
রাষ্ট্র সমাজে বিশৃঙ্খলা দিচ্ছো ভরে !
হয়েছ অযোগ্য অপদার্থ ব‍্যর্থ শাসক
তুই বিশ্বাসঘাতক জালেম প্রতারক !


ওরে ভোটচোর ভোটচোর ভোটচোর
লজ্জা শরম মোটেও নাই কিরে তোর ?
রাষ্ট্রদ্রোহী ওরে সংবিধান লঙ্ঘনকারী
কোন সাহসে তুই করিসরে বাড়াবাড়ি ?


আজ হোক কাল তোর হবেরে পতন
জনগন করবেও তোর গলাটা কর্তন ।
সুরক্ষিত দূর্গে থাকনা যত নিরাপদে
তুই পড়বিই পড়বি এক মহাবিপদে ।


করিসনারে আর এ অন‍্যায় আবদার
এ শাস্তি পোহাতে পাবিনা ভাগিদার ।
সহ‍‍্য করে না প্রভু এমনতর অন‍্যায়
ভেসেই যাবি তোরা বিপ্লবের বন‍্যায় ।


ওরে ভোটচোর ভোটচোর ভোটচোর
লজ্জা শরম মোটেও নাই কিরে তোর ?
রাষ্ট্রদ্রোহী ওরে সংবিধান লঙ্ঘনকারী
কোন সাহসে তুই করিসরে বাড়াবাড়ি ?


রচনাকালঃ- ভোর ৪:৪৬টা, মঙ্গলবার, ৩০ জৈষ্ঠ্য ১৪৩০,
১৩ জুন ২০২৩, ব‍্যঙ্গালোর, ভারত ।