ভুল তোমার ভাঙবে
একদিন ভুল তোমার ভাঙবেই ভাঙ্গবে
হে অন্ধ অনুসারী !

যে দিন ওদের দ্বারা
তোমার মা-বোনেরা হবে নির্বিচারে ধর্ষিত
স্বজনদের গুনবে লাশের সারি ।

যে দিন লুণ্ঠিত হবে
তোমার সর্বস্ব, শোক দুর্ভিক্ষের হাহাকারে
জগতে আসবে মহামারি.........

যে দিন কেড়ে নেবে স্বাধিকার
কেড়ে নেবে তোমার ধর্ম কর্ম মানবাধিকার
বানিয়ে ছাড়বে ভিখারি............

সব হারিয়ে সেদিন
করবে শোকের মাতম, আশ্রয়হীন অসহায়
হয়ে করবে গগনবিদারী আহাজারি !

ভুল তোমার ভাঙবে
একদিন ভুল তোমার ভাঙবেই ভাঙ্গবে
হে অন্ধ অনুসারী !

হে মানুষ জাগাও বিবেক হুঁশ
বেহুঁশ হয়ে যে কাউকেই সমর্থনে কর না
বাড়াবাড়ি হইও না তাদের অন্ধ অনুসারী ।  

তোমার অন্ধ ভক্তিতে
ওদের ঐ বাড়বাড়ন্ত শক্তিতে, অত্যাচার  
অনাচার যাবে সহ্যের সীমা ছাড়ি ।

ভণ্ড সেবক হবে শাসক
হবে দণ্ড মুণ্ডের কর্তা, হবে রাজাধিরাজ
হবে তোমারই বংশ বিনাশকারী ।

সেদিন..................  
ভুল তোমার ভাঙ্গবেই হে অন্ধ অনুসারী !

রচনাকালঃ রাত ৯.৫৬ টা শুক্রবার
০৬/১২/২০১৯ মিরপুর, ঢাকা ।